Simple Gk » General Knowledge Q
Simple GK

Simple Gk

Simple Gk | সাধারণ জি কে :

            
• কোন উপন্যাসে ছিয়াত্তরের মন্বন্তরের কথা রয়েছে?
➖পথের দাবী।

 

• কোন নক্ষত্রমন্ডল থেকে প্রায় বৃত্তাকার আলোকরশ্মী বিচ্ছুরিত হয়?

➖দা মিল্কওয়ে ।

• ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা

➖ উমেশচন্দ্র ব্যানার্জী।

• ‘কথাকলি’ কোন রাজ্যের নৃত্য

➖কেরালা।

• কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশী

➖ বৃহস্পতি।

• ভারতে শ্বেত বিপ্লবের জনক

➖ ডঃ ভার্গিস কুরিয়েন।

• রান্নার গ্যাস (LPG) কী কী থাকে?

➖ বুটেন ও প্রোপেন।

• খাদ্য লবনের রাসায়নিক নাম কী?

➖ সোডিয়াম ক্লোরাইড।

• এলিফ্যান্টিয়াসিস কোন প্রাণী থেকে আসে?

➖হাতি।

• লাফিং গ্যাস কোনটি?

➖নাইট্রাস অক্সাইড।

• বরফের লীন তাপ- ➖80cal/g.

• পৃথিবীর প্রথম এভারেস্ট জয়ী মহিলা

➖জুমকো তাবাই।

• ব্রেকিং সোডার সংকেত

➖NaHCO3.

• Man is Nature a political animal -কার কথা

➖ অ্যারিস্টল।

• ‘বোরিস বেকার’ কথাটি কীসের সঙ্গে যুক্ত?

➖ টেনিস।

• লিরা কোন দেশের মুদ্রা

➖ইতালি

• ট্রাকোমা রোগ কীসের সাথে যুক্ত?

➖চোখ

• ‘সাইলক’ কার সৃষ্টি?

➖ শেক্সপিয়র।

• পাঞ্জাব কেশরী বলা হয়

➖ লালা লাজপত রায়।
• আলোক তড়িৎসূত্র আবিষ্কার করেন

➖ আইনস্টাইন।

• গনপরিষদের প্রথম সভাপতি

➖ রাজেন্দ্র প্রসাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock