Simple GK

Simple Gk

Simple Gk | সাধারণ জি কে :

Advertisement
            
• কোন উপন্যাসে ছিয়াত্তরের মন্বন্তরের কথা রয়েছে?
➖পথের দাবী।

 

• কোন নক্ষত্রমন্ডল থেকে প্রায় বৃত্তাকার আলোকরশ্মী বিচ্ছুরিত হয়?

➖দা মিল্কওয়ে ।

• ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা

➖ উমেশচন্দ্র ব্যানার্জী।

• ‘কথাকলি’ কোন রাজ্যের নৃত্য

➖কেরালা।

• কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশী

➖ বৃহস্পতি।

• ভারতে শ্বেত বিপ্লবের জনক

➖ ডঃ ভার্গিস কুরিয়েন।

• রান্নার গ্যাস (LPG) কী কী থাকে?

➖ বুটেন ও প্রোপেন।

• খাদ্য লবনের রাসায়নিক নাম কী?

➖ সোডিয়াম ক্লোরাইড।

• এলিফ্যান্টিয়াসিস কোন প্রাণী থেকে আসে?

➖হাতি।

• লাফিং গ্যাস কোনটি?

➖নাইট্রাস অক্সাইড।

• বরফের লীন তাপ- ➖80cal/g.

• পৃথিবীর প্রথম এভারেস্ট জয়ী মহিলা

➖জুমকো তাবাই।

• ব্রেকিং সোডার সংকেত

➖NaHCO3.

• Man is Nature a political animal -কার কথা

➖ অ্যারিস্টল।

• ‘বোরিস বেকার’ কথাটি কীসের সঙ্গে যুক্ত?

➖ টেনিস।

• লিরা কোন দেশের মুদ্রা

➖ইতালি

• ট্রাকোমা রোগ কীসের সাথে যুক্ত?

➖চোখ

• ‘সাইলক’ কার সৃষ্টি?

➖ শেক্সপিয়র।

• পাঞ্জাব কেশরী বলা হয়

➖ লালা লাজপত রায়।
• আলোক তড়িৎসূত্র আবিষ্কার করেন

➖ আইনস্টাইন।

• গনপরিষদের প্রথম সভাপতি

➖ রাজেন্দ্র প্রসাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top