Current Affairs in Bengali:
বন্ধুরা , General Knowledge Q এর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) পর্বে আপনাদের স্বাগতম । ‘Current Affairs’ যেকোনো সরকারি চাকরি যেমন WBCS, ‘WBPSC Clerkship‘, WBPSC ICDS ,SSC, Railway , Panchayet, Banking Recruitment ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । Current Affairs থেকে ৪-৫ টি প্রশ্ন যেকোনো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়।

Daily Bangla Current Affairs 2020: 03/09/2020
- চিনা Navy বিশ্বের বৃহত্তম Navy হিসাবে স্থান পেল।
- 10 ই সেপ্টেম্বর বিদেশ মন্ত্রী S. Jaishankar রাশিয়ার মস্কোতে , Shanghai Cooperation Organisation এর পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে এ যোগ দিবেন ।
- অন্ধ্রপ্রদেশের কেবিনেট মন্ত্রী Rummy, Poker এর মতো অনলাইন গেমস বন্ধ করলো ।
- 15 তম ফিনান্স কমিশন, অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের সঙ্গে GDP বৃদ্ধি, GST র ক্ষতিপুরণ এবং রাজস্ব একত্রিতকরণ ইত্যাদি বিষয় নিয়ে 4 ঠা সেপ্টেম্বর আলোচনা করবে।
- ফেসবুক CEO Mark Zuckerberg সম্প্রতি ঘোষণা করলো মার্কিন নির্বাচনের 1 সপ্তাহ আগে ফেসবুকে সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করবে
- যুক্তরাষ্ট্রীয় জল শক্তি মন্ত্রালয় , জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার বিষয়ে সচেতনা ছড়াতে ‘Water Heros 2.0 – Share your stories ‘ প্রতিযোগীতা চালু করেছে ।
- ভারত Global Innovation Index 2020 তে 48 তম স্থাণ অর্জন করেছে ।
- রেলওয়ে পুনর্গঠন বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব রেলওয়ে বোর্ডের CEO হিসাবে নিযুক্ত হবেন । এই বোর্ডের সদস্য সংখ্যা 8 থেকে কমিয়ে 5 করা হয়েছে ।
- পাকিস্তান ভারতের 2 জন নাগরিককে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হিসেবে মনোনীত করেছিল। জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল 1267 নিষেধাজ্ঞা কমিটির অধীনে UNSC র পাঁচ সদস্য দেশ পাকিস্তানের এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেছেন।
- John Wick নামে একজন Hacker প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল টুইটার account হ্যাক করেছে ।
File Details: Current Affairs in Bengali
Format: Pdf