Contents
Important Physics Question And Answers in Bengali :
Physics is one of the most important topic for any competitive exam. 2-3 questions are asked from this topic in any competitive exam like wbcs , railway, ssc, chsl, cgl, banking sector etc. Also this physics questions and answers are important for West Bengal madhyamik examination (WBBSE). So, Friends read the mcqs of physics question and answers in bengali and download also pdf version.
Importance Of Physics Question and Answers:
Science Background Students love to read Physics. But It’s taff to understand Physics for arts background Students. Here we provide Physics Question and Answers which are easy to understand to all the students from any Background .
১। এককের S.I পদ্ধতিতে মূল এককের সংখ্যা কটি ?
Answer:- ৬ টি ।
২। ঘন্বতের S.I একক কি ?
Answer :- Kg/m3 .
৩। এককের S.I পদ্ধতি কত সালে গ্রহন করা হয়েছিল ?
Answer:- 1960
৪। একটি সমতল আয়নার ফোকাস দুরত্ব কেমন ?
Answer:- ধনাত্বক ।
৫। বায়ুর প্রতিসরাঙ্ক কত ?
Answer:- 1 .
৬। মোটরগাড়িতে পশ্চাৎভাগ দেখতে ব্যবহৃত লেন্স কোনটি ?
Answers:- উত্তল লেন্স ।
৭। কোণও লঘু মাধ্যম থেকে আলোকরশ্মি একটি ঘন মাধ্যমে প্রবেশ করলে সেটি কি হয় ?
Answer:- সেটি অভিলম্বের দিকে ভাঁজ হয় ।
৮। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার শর্তাবলি কি ?
Answer:- আপতন কোনের মান সঙ্কট কোন অপেক্ষা বেশি হবে ।
৯। আলোকরশ্মি একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে গেলে তার কি ঘটে ?
Answer:- প্রতিসরন ঘটে।
১০।উত্তল লেন্স কি প্রতিবিম্ব গঠন করে ?
Answer:- সৎ অথবা অসৎ উভয় প্রতিবিম্বই গঠন করে ।
১১। অবতল লেন্সে গঠিত প্রতিবিম্বটি কেমন ?
Answer:- অসৎ এবং সঙ্কুচিত ।
১২। একটি লেন্সের ক্ষমতা ২ ডায়পটার । এর ফোকাস দুরত্ব কত ?
Answer:- ৫০ সেমি ।
১৩। আলোর বেগ সর্বাধিক হয় কোন মাধ্যমে ?
Answer:- বায়ুশূন্য মাধ্যমে ।
১৪। আপাতন কোনের মান কত হলে, আলোকরশ্মি একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে গেলে দিক পরিবর্তন হবে না ?
Answer:- 00 .
১৫। ক্যামেরা এবং সরল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত প্রতিবিম্ব কেমন হয় ?
Answer:- যথাক্রমে সৎ ও অসৎ প্রতিবিম্ব।
১৬। দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের সর্বনিম্ন সংখ্যা কত ?
Answer:- ২ টি ।
১৭। আকাশের রং নীল দেখায় কেন ?
Answer:- আলোর বিচ্ছুরণের জন্য ।
১৮। আলোর বিচ্ছুরণের সময় কোন রং -এর জন্য আলোর বিচ্যুতি সর্বাধিক হয় ?
Answer:- বেগুনি ।
১৯। দূরদৃষ্টিজনিত চোখের রোগের চিকিৎসায় কোনধরনের লেন্স ব্যবহার করা হয় ?
Answer:- উত্তল লেন্স ।
২০। আলোর তরঙ্গের প্রকৃতি সম্পর্কে কোন বিজ্ঞানী সর্বপ্রথম অভিমত প্রকাশ করেন ?
Answer:- খ্রিস্টিয়ান হাইজেন ।
২১। প্রতিসরাঙ্কের দ্বিতীয় সূত্রটির অপর নাম কি ?
Answer:- স্নেলের সুত্র ।
২২। বায়ুমণ্ডলীয় বিদ্যুৎ আবিস্কারকারি বিজ্ঞানীর নাম কি ?
Answer:- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ।
২৩। আধান নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যাবহার করা হয় ?
Answer:- ইলেক্ট্রোস্কোপ ।
২৪। শুকনো বায়ু বিদ্যুতের পরিবাহী না অপরিবাহী ?
Answer:- অপরিবাহী ।
২৫। সিল্কের কাপড় দ্বারা একটি কাচের দণ্ড ঘর্ষণ করলে কি আধান উৎপন্ন হয় ?
Answer:- ঋণাত্বক আধান ।
File Details :
Top 20 Important Question And Answers in Bengali
Version : Pdf
Download Pdf Version