Todays Current Affairs in Bengali 2021 ( বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১)

Todays Current Affairs in Bengali 2021 ( বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১) :

Current Affairs is the most important part to crack any exam which you are preparing. So today i will Provide some important current affairs which will help you to crack your competitive job.

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ :

বান্ধুরা, আজ আবার নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিলাম সম্পূর্ণ বাংলাতে । নীচে দেওয়া ডাউনলোড বটন ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পার current affairs in bengali ২০২১ এর pdf version.

Advertisement

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ : 29.05.2021

১. CBI এর নতুন পরিচালক হিসাবে নিযুক্ত হলেন সুবোধ জয়সওয়াল

২. জাতীয় কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে রাষ্ট্রীয় লোকদলের ( RLD ) নতুন সভাপতি হলেন জয়ন্ত চৌধুরি

৩. Mohali International Hockey Stadium ( মহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়াম ) এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হল অলিম্পিক খেলোয়াড় বলবীর সিং সিনিয়রের নামানুসারে ।

৪. পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আমির Caribbean Premier League প্রথমবারের মতো Barbados Trident team এর হয়ে খেলতে চুক্তি স্বাক্ষর করেছেন ।

৫. Justice Martha Koom ( বিচারপতি মার্থা কুম ) কেনিয়া দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কেনিয়ার সাংসদ দ্বারা ।

৬. চাইনিজ অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং – এর সদস্য এবং কৃষিবিদ ইউয়ান লংপিং ( Yuan Longping ) মারা গেলেন ।

৭. গৃহপালিত প্রজাতির সংরক্ষন বিভাগে Indian Biodiversity Award 2021 জিতলেন কেরলের বাসিন্দা শাজি এন এম ( Shaji N M ) ।

৮. BCCI এই বছরের সেপ্টেম্বর মাসের ভারত – দক্ষিণ আফ্রিকা টি- টোয়েন্টি সিরিজটি বাতিল করার সিধান্ত নিয়েছেন ।

৯. করোনা আবহকালে প্রতিটি ট্রান্সজেন্ডারকে কেন্দ্রীয় সরকার ১৫০০ টাকা করে সহায়তা করার কথা ঘোষণা করেছে ।

Current Affairs in Bengali 2021/05/30 :

১. The Walt Disney Company দক্ষিণপূর্ব এশিয়ার ১০০ টি চ্যানেল বন্ধ করার ঘোষণা করেছে ।

২. আশালীন মন্তব্যের জন্য United Nations Animal Protection Treaty (CMS) ( জাতিসংঘের প্রাণী সুরক্ষা চুক্তি ) অভিনেতা রনদীপ হুডাকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দিয়েছেন ।

৩. করোনা অতিমারির জন্য Civil Aviation -এর ডিরেক্টর জেনারেল 30th জুন পর্যন্ত আন্তর্জাতিক বিমান নিষিদ্ধ করেছেন ।

৪. কেন্দ্রীয় সরকার গুজরাট , রাজস্থান , ছত্রিশগড় , হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের ১৩ টি জেলায় বসবাসরত অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগারিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

৫. ভারতের প্রাক্তন মাদকদ্রব্য কমিশনার এবং ভারতীয় রাজস্ব পরিষেবা ( Indian Revenue Service ) এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা Jagjeet Pavadia ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রন বোর্ডের ( INCB ) সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন । INCB – International Narcotics Control Board

৬. কর্ণাটকের বাসিন্দা আশ্রিতা ভি ওলেটি হলেন ভারতের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ।

৭. কেরালার মুখ্য মন্ত্রী পিনারাই বিজায়ন ( Pinarayi Vijayan ) 10th জুলাই এর মধ্যে স্মার্ট রান্নাঘর প্রকল্প চালু করার নির্দেশিকা জারি করেছেন ।

For More Updates Join Our Telegram Channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top