WBBSE 10TH EXAM ( মাধ্যমিক পরীক্ষা ২০২১) 2021 :

WEST BENGAL BOARD OF SECONDARY EDUCATION ( WBBSE)
কোভিড অতিমারির কথা মাথায় রেখে প্রতিটি স্কুলের সেন্টার হোম সেন্টারে হবে বলেও তিনি জানান । এই সিধান্ত নেওয়ার কারন স্বপক্ষে তিনি বলেছেন, ” বারির কাছে নিজের স্কুলে পরীক্ষার Seat পরলে যানবাহনে চড়ে যেতে হবে না ছাত্রছাত্রীদের । এই বছর মাধ্যমিকে পরীক্ষাত্রী আছে ১২ লক্ষের থেকে কিছু বেশি । মাধ্যমিকে আবশ্যিক বিষয় আছে ৭ টি । ঐছিক বিষয়ের পরীক্ষা এই বছর নেওয়া হবে না । ঐ বিষয়গুলির নম্বর নিজ নিজ স্কুল দিবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
WBCHSE 12TH EXAM ( উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২১ ) 2021:

WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION ( WBCHSE ) এর দ্বারা প্রতি বছর যে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হতো তার নির্ধারিত সময় ছিল মার্চ মাসের ১ম সপ্তাহ । কিন্তু এই বছর করোনা অতিমারির জন্য উচ্চমাধ্যমিক ২০২১ -এর পরীক্ষা আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে হবে বলে জানিয়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । মাধ্যমিকের আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার কারন তিনি স্পষ্ট করেছেন । তিনি বলেছেন , ” উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন কলেজে ভর্তির ব্যাপার থাকে । তাই এই পরীক্ষা আগে নেওয়া হবে । মাধ্যমিক তো আমাদের ঘরের ব্যাপার । তাই ওটা পরে নেওয়া হবে সিধান্ত হয়েছে ।”
Madhyamik Exam Centre :
মাধ্যমিক পরীক্ষা নিজেদের স্কুলের হোম সেন্টারে হবে ।