Daily Current Affairs in Bengali

Daily Current Affairs In Bengali Pdf 2021:

Currnt Affairs in Bengali 2021 :

Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ) is an essential part of all kinds of competitive jobs . In the exam of WBCS, WBP, RAILWAY,WBPSC, SSC, CGL, CHSL, various questions are asked from this topic Daily Current Affairs In Bengali Pdf 2021

Advertisement
. We provide Bangla Current Affairs on Daily basis. Here you can download Bangla Current Affairs PDF .

Bangla Current Affairs 2021 : 05.06.2021

১. “BRICS Foreign Minister” সভার সভাপতিত্ব করেন বিদেশ মন্ত্রী এস. জয়সঙ্কর ।

২. বিশ্ব স্বাস্থ্যসংস্থার ( WHO) কার্যনিরবাহী বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন ডঃ পত্রিক অমথ ( DR. Patrick Amoth) ।

৩. ইসরাইলের নতুন রাষ্ট্রপতি হলেন ইসাক হারযোগ ( Isaac Herzog) ।

৪. কেন্দ্রীয় সরকার C-TET পাশ সার্টিফিকেটের বৈধতা ৭ বছর থেকে বাড়িয়ে সারা জীবন করল ।

৫. নিউজিল্যান্ডের ক্রিকেটার ডেভন কনওয়ে ইংল্যান্ডের মাঠে টেস্ট ম্যাচে ২০০ রানের রেকর্ড গড়ে তুললেন ।

৬. GAIL গ্যাসের নতুন CEO হলেন রমণ চাড্ডা ।

৭. আসাম সাহিত্য সভার সভাপতি এবং প্রবন্ধ লেখক লক্ষ্মীনন্দন বোরা ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন ।

৮. ভারতের প্রসিদ্ধ অর্থনীতিবিদ কল্পনা কোচ্চর আগামী মাসে মানবসম্পদ উন্নয়ন প্রধানের পদ থেকে অবসর নিয়ে বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনে যুক্ত হবেন ।

৯. সংবাদপত্রিকা “ফোর্বস” প্রকাশিত সংবাদে সর্বোচ্চ অর্জন করা খেলোয়াড়ের তালিকায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির র‍্যাঙ্ক ৫৯ ।

১০. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল ( CSIR ) – এর বৈঠকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহন করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top