daily current affairs in bengali

Daily Current Affairs In Bengali :

Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ) is an essential part of all kinds of competitive jobs . In the exam of WBCS, WBP, RAILWAY,WBPSC, SSC, CGL, CHSL, various questions are asked from this topic Daily Current Affairs In Bengali . We provide Bangla Current Affairs on Daily basis. Here you can download Bangla Current Affairs PDF .

Current Affairs in Bengali : 23.06.2021


১. “World Hydrography Day 2021” পালিত হল ২১ শে জুন । এই বছরের থিম ছিল “One Hundred Year of International Cooperation in Hydrography”

২. অন্ধ্র প্রদেশ রাজ্য পুলিশ অভিযোগ কতৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ভি. কনগরাজ

৩. “Mukhymantri Yuva Uddami Yojona” চালু করলো বিহার সরকার । “Mukhyamantri Mahila Udyami Yojona” চালু করলো বিহার সরকার ।

৪. মধ্য প্রদেশ রাজ্যে পাওয়া গেল বিশ্বের সবচেয়ে দামি আম “Miyajaki Mango”

৫. ভারত অক্সিজেন টাস্ক ফোর্স লঞ্চ করলো US এর সঙ্গে ।

৬. TCS ভারতে 5G নেটওয়ার্ক সমাধানের জন্য Airtel কোম্পানির সঙ্গে সমঝোতা করলো ।

৭. তাহিরা কাশ্যপ তার নতুন বই ” The 7 sins of being a mother ” লঞ্চ করলেন ।

৮. অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম “ট্রান্স ওয়য়েটলিফটার অ্যাথলিট” হলেন Laureus Habbard

৯. “Fleet Award Faction -2021” সবচেয়ে শ্রেষ্ঠ জাহাজের খেতাব জিতল INS Sahyadri

১০. বিশ্ব বানিজ্যিক সংস্থা ( World Trade Organisation ) ভারতের স্থায়ী মিশনের কাউন্সিলার হিসাবে নিযুক্ত করলেন আশিস চান্দরকারকে

১১. Xiaomi কোম্পানি শব্দের দ্বারা ডিভাইসগুলি চার্জের নতুন টেকনলজি উন্নীত করছেন ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ : 24.06.2021

১. তেলেঙ্গানা রাজ্য অন্ধ্র প্রদেশ রাজ্যের “Nadu Nedu scheme” চালু করার কথা ঘোষণা করলেন ।

২. Sweden এর প্রধানমন্ত্রী হলেন “Stefan Lofvon” ।

৩. “International Olympic Day -2021” পালিত হল ২৩শে জুন ।এই বছরের থিম ছিল “Stay Healthy, Stay Strong , stay healthy with the #OlympicDay workout on 23rd June “

৪. ভারতের পুরুষ হকি টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন মনপ্রিত সিং

৫. ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন রানি রামপাল

৬. ভারতীয় বায়ু সেনার প্রথম মহিলা যোদ্ধা হলেন Mawya Sudan যিনি জম্মু-কাশ্মীরের বাসিন্দা ।

৭. ১০০ মিটারের দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় সবচেয়ে দ্রুতগামী রানার হলেন Shaili Ann Fraser Pryce

৮. NIMHANS science institute এর ডিরেক্টর হলেন মনঃস্তাত্বিক ডঃ প্রতিমা মুরথি

৯. “Toy Cathon -2021 Grand Finale” এর উতঘাটন করলেন Smriti Irani

১০. আর্মেনিয়ার নতুন প্রধান মন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান


File Name : Daily Current affairs in Bengali

Size : 90 Kb

আরও পড়ুন : Indian History Vedic Age Questions & Answers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top