Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ) is an essential part of all kinds of competitive jobs . In the exam of WBCS, WBP, RAILWAY,WBPSC, SSC, CGL, CHSL, various questions are asked from this topic Daily Current Affairs In Bengali . We provide Bangla Current Affairs on Daily basis. Here you can download Bangla Current Affairs PDF .
Contents
Current Affairs in Bengali : 23.06.2021
১. “World Hydrography Day 2021” পালিত হল ২১ শে জুন । এই বছরের থিম ছিল “One Hundred Year of International Cooperation in Hydrography”
২. অন্ধ্র প্রদেশ রাজ্য পুলিশ অভিযোগ কতৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ভি. কনগরাজ ।
৩. “Mukhymantri Yuva Uddami Yojona” চালু করলো বিহার সরকার । “Mukhyamantri Mahila Udyami Yojona” চালু করলো বিহার সরকার ।
৪. মধ্য প্রদেশ রাজ্যে পাওয়া গেল বিশ্বের সবচেয়ে দামি আম “Miyajaki Mango” ।
৫. ভারত অক্সিজেন টাস্ক ফোর্স লঞ্চ করলো US এর সঙ্গে ।
৬. TCS ভারতে 5G নেটওয়ার্ক সমাধানের জন্য Airtel কোম্পানির সঙ্গে সমঝোতা করলো ।
৭. তাহিরা কাশ্যপ তার নতুন বই ” The 7 sins of being a mother ” লঞ্চ করলেন ।
৮. অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম “ট্রান্স ওয়য়েটলিফটার অ্যাথলিট” হলেন Laureus Habbard ।
৯. “Fleet Award Faction -2021” সবচেয়ে শ্রেষ্ঠ জাহাজের খেতাব জিতল INS Sahyadri ।
১০. বিশ্ব বানিজ্যিক সংস্থা ( World Trade Organisation ) ভারতের স্থায়ী মিশনের কাউন্সিলার হিসাবে নিযুক্ত করলেন আশিস চান্দরকারকে ।
১১. Xiaomi কোম্পানি শব্দের দ্বারা ডিভাইসগুলি চার্জের নতুন টেকনলজি উন্নীত করছেন ।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ : 24.06.2021
১. তেলেঙ্গানা রাজ্য অন্ধ্র প্রদেশ রাজ্যের “Nadu Nedu scheme” চালু করার কথা ঘোষণা করলেন ।
২. Sweden এর প্রধানমন্ত্রী হলেন “Stefan Lofvon” ।
৩. “International Olympic Day -2021” পালিত হল ২৩শে জুন ।এই বছরের থিম ছিল “Stay Healthy, Stay Strong , stay healthy with the #OlympicDay workout on 23rd June “।
৪. ভারতের পুরুষ হকি টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন মনপ্রিত সিং ।
৫. ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন রানি রামপাল ।
৬. ভারতীয় বায়ু সেনার প্রথম মহিলা যোদ্ধা হলেন Mawya Sudan যিনি জম্মু-কাশ্মীরের বাসিন্দা ।
৭. ১০০ মিটারের দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় সবচেয়ে দ্রুতগামী রানার হলেন Shaili Ann Fraser Pryce।
৮. NIMHANS science institute এর ডিরেক্টর হলেন মনঃস্তাত্বিক ডঃ প্রতিমা মুরথি ।
৯. “Toy Cathon -2021 Grand Finale” এর উতঘাটন করলেন Smriti Irani ।
১০. আর্মেনিয়ার নতুন প্রধান মন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান ।
File Name : Daily Current affairs in Bengali
Size : 90 Kb
আরও পড়ুন : Indian History Vedic Age Questions & Answers