Daily Current Affairs in Bengali

Today Current Affairs in Bengali ( কারেন্ট অ্যাফেয়র্স) 2021 :

Current Affairs In Bengali pdf 2021:

Bangla Current Affairs 2021 pdf : 07.06.2021

১ . ” কোপা আমেরিকা ” ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয়বারের জন্য হোস্ট করলো ব্রাজিল ।

২. কেন্দ্রীয় স্বাশিত অঞ্চল লাদাকের রাজ্যপাল YounTab scheme 2021

Advertisement
চালু করলেন ।

৪. সার্বিয়া দেশের নতুন ভারতীয় রাষ্ট্রদূত হলেন সঞ্জীব কোহলি ।

৫. কেরালা রাজ্য সরকার Knowledge economy mission ( নলেজ ইকোনমি মিশন) চালু করলো ।

৬. রাশিয়ার ভাষা দিবস পালিত হলো 6 ই জুন ।

৭. NASA , শুক্র গ্রহের অভিযান করার জন্য DAVINCI এবং VERITES নামে দুটি মিশন চালু করেন ।

৮. ডিজিট্যাল বিজনেস এবং টেকনোলজির নতুন সভাপতি হলেন রাজেশ নাম্বিয়ার ।

৯. বাংলাদেশে কোম্পানিতে কর্মরত তৃতীয় লিঙ্গের স্টাফদের ট্যাক্স ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করলেন।

১০. বিখ্যাত কবি কলীপটনাম রামা রাও মারা গেলেন ।

Bangla Current Affairs 2021 : 08.06.21

১. রাজস্থানের মুখ্যমন্ত্রী অনুপ্রিতী কোচিং স্কিম ( Anupriti Coaching Scheme ) চালু করলো সমস্ত অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য ।

২. ভারত ১৭ তম ” sustainable development goals ” র‍্যাঙ্কিং -এ ১১৭ তম স্থান দখল করেছে ।

৩. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে E – ১০০ প্রকল্প চালু করেছেন ।

৪. ৭ ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হল বিশ্বজুড়ে ।

৫. রঞ্জিত সিং দিসালে বিশ্ব ব্যাঙ্কের শিক্ষাগত অধ্যাপক হিসাবে নিযুক্ত হলেন ।

৬. World Food Safety Day 2021- এর থিম ” Safe Food Today for a Healthy tomorrow “.

৭. চিন দেশ বিশ্বের প্রথম কৃত্রিম সূর্য তৈরি করলেন ।

৮. ভারত সরকার ” sustainable urban development ” এর জন্য মালদ্বীপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ।

৯. আন্তর্জাতিক শ্রম দপ্তর ২০২২ সালে গ্লোবাল আন-এমপ্লয়মেন্ট হার ৫.৭ % হবে অনুমান করেছেন ।

১০. Microsoft – এর সহযোগিতায় CBSE বোর্ড স্কুল পাঠ্যক্রমে ” কোডিং এবং ডাটা সায়েন্স ” বিষয়টি যোগ করলো ।

Also Read : Biology Quiz

File Details : Current Affairs in Bengali 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top