Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ) is an essential part of all kinds of competitive jobs . In the exam of WBCS, WBP, RAILWAY,WBPSC, SSC, CGL, CHSL, various questions are asked from this topic দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ . We provide Bangla Current Affairs on Daily basis. Here you can download Bangla Current Affairs PDF .
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স : 07.07.2021
১. আলজেরিয়া দেশের নতুন প্রধান মন্ত্রী হলেন অয়মন বেনাবদর রেহমান ।
২. NIPUN ভারত মিশন শুরু করলেন রমেশ পোখরিয়াল নিঃশঙ্ক ।
৩. ঝাড়খণ্ড রাজ্যের নতুন গভর্নর হলেন রমেশ বেন্স ।
৪. হরিয়ানা রাজ্যের নতুন গভর্নর হলেন বন্দারু দত্তাত্রিয়া ।
৫. সম্প্রতি প্রকাশিত বই ” The Fourth Lion : Essays for GopalKrishna Gandhi ” – এর লেখক বেনু মাধব গোবিন্দো এবং শ্রীনাথ রাঘবন ।
৬. চিন দেশ আবহাওয়ার পূর্বাভাসের জন্য নতুন একটি উপগ্রহ FY-3E লঞ্চ করলো ।
৭. কর্ণাটক রাজ্যের নতুন গভর্নর হলেন থাবরচান্দ গহলত ।
৮. মিজোরাম রাজ্যের নতুন গভর্নর হলেন হরি বাবু কম্ভমপতি ।
৯. রাজস্থান রাজ্য সরকার “ইন্দিরা মহিলা শক্তি কেন্দ্র ” যোজনার জন্য ৬.৬৭ কোটি টাকা বরাদ্দ করলেন ।
১০. ৫২ তম আন্তর্জাতিক ফ্লিম ফেস্টিভল অনুষ্ঠিত হবে গোয়াতে ।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স : 08.07.2021
১. পশ্চিমবঙ্গ রাজ্যে “প্রধান মন্ত্রী গরীব কল্যান অন্ন” যোজনার চতুর্থ পর্যায় শুরু হল ।
২. ভারতীয় খো – খো ফেডারেশনের নতুন সভাপতি হলেন সুঁধাসু মিত্তল ।
৩. কোচিন আন্তর্জাতিক এয়ারপোর্টে অপারেশন “প্রবাহ” চালু হল ।
৪. ভারতের শ্রীনগরে “গ্লফ প্রশিক্ষণ” কেন্দ্র চালু হল ।
৫. ভারতের নতুন “শিক্ষা মন্ত্রী” হিসাবে নিযুক্ত হলেন ধরমেন্দ্র প্রধান ।
৬. “এয়ারট্রান্সপোর্ট ওয়ার্ল্ড এয়ারলাইন্স অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ড – ২০২১” জিতলেন কোরিয়ান এয়ারলাইন্স ।
৭. ভারতের নতুন “ক্রিড়া মন্ত্রী” হলেন অনুরাগ ঠাকুর ।
৮. সম্প্রতি প্রকাশিত হওয়া “ India to the Rescue “ বইয়ের লেখক শ্রুতি রাও ।
৯. ন্যাভিগেশন অ্যাপ্লিকেশান Waze এর সিইও হলেন নেহা পারিখ ।
১০. বিখ্যাত অভিনেতা দিলিপ কুমার প্রয়াত হলেন ।
১১. “খাদি ন্যাচারেল পেন্টস” এর ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন নিতিন গডকরি ।
১২. বিশ্ব চকলেট দিবস পালিত হল ৭ ই জুলাই ।