Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ) is an essential part of all kinds of competitive jobs . In the exam of WBCS, WBP, RAILWAY,WBPSC, SSC, CGL, CHSL, various questions are asked from this topic Current Affairs In Bengali . We provide Bangla Current Affairs MCQ on Daily basis. Here you can download Bangla Current Affairs PDF .
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স : 03.07.2021
১. প্রথম ভারতীয় মহিলা Golf খেলোয়াড় অদিতি অশোক টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন ।
২. অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী YSR ইনস্যুরেন্স স্কিম লঞ্চ করলেন ।
৩. জাতীয় হাই স্পীড রেল কর্পোরেশন লিমিটেড – এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হলেন সতিশ অগ্নিহোত্রী ।
৪. সার্বিয়ায় অনুষ্ঠিত হওয়া সিলভারলেক ওপেন চেস টুর্নামেন্টে জয়লাভ করলেন ভারতীয় নিহাল সরিন ।
৫. তামিলনাড়ু পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হলেন সি সৈলেন্দ্র বাবু ।
৬. দেশের মধ্যে সর্বপ্রথম গুজরাট রাজ্যে অঙ্গনবাড়ির ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দেওয়ার ব্যাবস্থা করলো ।
৭. হিমাচল প্রদেশের উচ্চ আদালতের কার্যনির্বাহক মুখ্য বিচারপতি হলেন রবি বিজয়কুমার মলিমথ ।
৮. ভারতের গ্রেন রোবটিক্স প্রথম দেশীয় ড্রোন প্রতিরক্ষা শিল্ড “ ইন্দ্রজাল ” তৈরি করলেন ।
৯. বিশ্ব UFO দিবস পালিত হল ২রা জুলাই ।
১০. বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) দ্বারা ঘোষিত ম্যালেরিয়া মুক্ত দেশ হল চিন দেশ ।
কারেন্ট অ্যাফেয়ার্স : 04.07.2021
১. ভারতীয় নৌসেনার অ্যাথলিট এম পি জাবির টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন ।
২. উত্তর প্রদেশের লখনো শহরে ডঃ বি আর আম্বেদকরের স্মৃতি ও সংস্কৃতি স্বারকের শিলান্যাস করা হল ।
৩. টোকিও প্যারা অলিম্পিকে ভারতের পতাকা বাহক হিসাবে বেছে নেওয়া হল মারিয়াপ্পান থাংগাবেলু ।
৪. ভারতীয় কুস্তিগির সুমিত মালিককে ডোপিং -এর জন্য ২ বছরের জন্য নিষিদ্ধ করলো ।
৫. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত তাঁর পদ থেকে ইস্থফা দিলেন ।
৬. অরুন জেটলি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ( AJNIFM ) প্রযুক্তিক এবং উন্নতিসাধনের জন্য Microsoft কোম্পানির সঙ্গে টাই আপ করলো ।
৭. বেঙ্গালুরু স্টেশনে ভারতীয় রেল প্রথমবার ফ্রেস ওয়াটার টানেল অ্যাকোরিয়াম তৈরি করলো ।
৮. আন্তর্জাতিক সহযোগিতা দিবস পালিত হল ৩ রা জুলাই ।
৯. ACT4Green কার্যক্রমের জন্য ব্রিটিশ সরকার ভারতের মহারাষ্ট্র রাজ্যের সঙ্গে সমঝোতা করলেন ।
১০. ২০২১-২০২৪ বর্ষে অন্ধ্রপ্রদেশ রাজ্যে নতুন আইটি পলিশি লঞ্চ করলো ।