Bangla Current Affairs Mcq

Bangla Current Affairs MCQ। বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ) is an essential part of all kinds of competitive jobs . In the exam of WBCS, WBP, RAILWAY,WBPSC, SSC, CGL, CHSL, various questions are asked from this topic Current Affairs In Bengali

Advertisement
. We provide Bangla Current Affairs MCQ on Daily basis. Here you can download Bangla Current Affairs PDF .

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স : 03.07.2021

১. প্রথম ভারতীয় মহিলা Golf খেলোয়াড় অদিতি অশোক টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন ।

২. অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী YSR ইনস্যুরেন্স স্কিম লঞ্চ করলেন ।

৩. জাতীয় হাই স্পীড রেল কর্পোরেশন লিমিটেড – এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হলেন সতিশ অগ্নিহোত্রী

৪. সার্বিয়ায় অনুষ্ঠিত হওয়া সিলভারলেক ওপেন চেস টুর্নামেন্টে জয়লাভ করলেন ভারতীয় নিহাল সরিন

৫. তামিলনাড়ু পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হলেন সি সৈলেন্দ্র বাবু

৬. দেশের মধ্যে সর্বপ্রথম গুজরাট রাজ্যে অঙ্গনবাড়ির ছাত্রছাত্রীদের ইউনিফর্ম দেওয়ার ব্যাবস্থা করলো ।

৭. হিমাচল প্রদেশের উচ্চ আদালতের কার্যনির্বাহক মুখ্য বিচারপতি হলেন রবি বিজয়কুমার মলিমথ

৮. ভারতের গ্রেন রোবটিক্স প্রথম দেশীয় ড্রোন প্রতিরক্ষা শিল্ড “ ইন্দ্রজাল ” তৈরি করলেন ।

৯. বিশ্ব UFO দিবস পালিত হল ২রা জুলাই

১০. বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) দ্বারা ঘোষিত ম্যালেরিয়া মুক্ত দেশ হল চিন দেশ ।

কারেন্ট অ্যাফেয়ার্স : 04.07.2021

১. ভারতীয় নৌসেনার অ্যাথলিট এম পি জাবির টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন ।

২. উত্তর প্রদেশের লখনো শহরে ডঃ বি আর আম্বেদকরের স্মৃতি ও সংস্কৃতি স্বারকের শিলান্যাস করা হল ।

৩. টোকিও প্যারা অলিম্পিকে ভারতের পতাকা বাহক হিসাবে বেছে নেওয়া হল মারিয়াপ্পান থাংগাবেলু

৪. ভারতীয় কুস্তিগির সুমিত মালিককে ডোপিং -এর জন্য ২ বছরের জন্য নিষিদ্ধ করলো ।

৫. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত তাঁর পদ থেকে ইস্থফা দিলেন ।

৬. অরুন জেটলি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ( AJNIFM ) প্রযুক্তিক এবং উন্নতিসাধনের জন্য Microsoft কোম্পানির সঙ্গে টাই আপ করলো ।

৭. বেঙ্গালুরু স্টেশনে ভারতীয় রেল প্রথমবার ফ্রেস ওয়াটার টানেল অ্যাকোরিয়াম তৈরি করলো ।

৮. আন্তর্জাতিক সহযোগিতা দিবস পালিত হল ৩ রা জুলাই

৯. ACT4Green কার্যক্রমের জন্য ব্রিটিশ সরকার ভারতের মহারাষ্ট্র রাজ্যের সঙ্গে সমঝোতা করলেন ।

১০. ২০২১-২০২৪ বর্ষে অন্ধ্রপ্রদেশ রাজ্যে নতুন আইটি পলিশি লঞ্চ করলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top