বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম West Bengal Madhyamik Result 2022 পাবলিশ হওয়ার তারিখ এবং সময় । বন্ধুরা, WB MADHYAMIK RESULT 2022 এর তারিখ নির্ধারিত হয়েগেছে West Bengal Board of Secondary Education এর কতৃক । তাই আর অপেক্ষা মাত্র আর কয়েকটা দিনের তারপর পাবলিশ হয়ে যাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল । যেটি তোমরা চেক করতে পারবে wbresults.nic.in madhyamik Result 2022 link থেকে ।
WEST BENGAL MADHYAMIK RESULT 2022 DATE
wbbse বোর্ড কর্তৃক পাওয়া তথ্য অনুযায়ী তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফল খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে । অফিসিয়াল খবর অনুযায়ী তোমাদের ফলাফল এই মাসের শেষে অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে বেরোতে চলেছে । তাই তোমাদের চিন্তার অবকাশ খুব শীঘ্রই হতে চলেছে ।
Name of the Board | WEST BENGAL BOARD OF SECONDARY EDUCATION (WBBSE) |
Name of the Exam | Wb Madhyamik exam 2022 or wb 10 th class exam 2022 |
Exam Date | 7th March to 16th March, 2022 |
Mode of Exam | Pen and Paper |
WB Madhyamik Result 2022 Date | 3rd June ( tentative) |
Result Checking Process | Online |
How to Check Result | Search by roll no wise or by name wise |
Pass Mark | 35% out of 700 |
Evaluation Formula | Internal exam Marks + External exam Marks |
WB MADHYAMIK RESULT PORTAL | www.wbresults.nic.in & www.wbbse.org & www.exametc.com |
WBBSE has Completes Marks Evaluation
প্রতিবেদন সুত্রে জানা গেছে, West Bengal Board of Secondary Education (WBBSE) কতৃক তোমাদের 10th, দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে । এবং তারা ফলাফল ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছেন । তারা এও জানিয়েছেন , যতদূর সম্ভব এই মাসের মধ্যে তারা এই কাজের সম্পূর্ণ পদ্ধতিটি নিষ্পন্ন করবেন । তোমাদের আরো জানিয়ে রাখি এই বছর সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 11.18 লক্ষ । যার মধ্যে ছাত্রীদের সংখ্যা ছিল প্রায় 6.22 লক্ষ এবং ছাত্রদের সংখ্যা ছিল প্রায় 4.96 লক্ষ । যেখানে গত বছর 2021 মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9.96 লক্ষ, যার মধ্যে 5.53 লক্ষ ছিলেন মহিলা পরীক্ষার্থী এবং 4.43 লক্ষ পরীক্ষার্থী ছিল ছাত্র ।
WBBSE 10TH RESULT 2022|| পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দশম শ্রেণীর ফল 2022
WBBSE 10th class 2022 এর ফাইনাল পরীক্ষাটি শেষ হয়েছিল চলতি বছরের 16 মার্চ । আর প্রতি বছরের ন্যায় এইবছরও তার বিপরীত কিছু হবে না । অর্থাৎ, ঠিক পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দশম শ্রেণীর 2022 পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চলেছে । আর তোমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।
WB 10TH RESULT DATE 2022
তোমরা তোমাদের ফলাফল আমাদের এই সাইট ভিজিট করেও দেখতে পারবে । অনলাইনের মাধ্যমে তোমরা তোমাদের মাধ্যমিক 2022 এর ফলাফল চেক করতে পারবে। এছাড়া তোমরা sms এর মাধ্যমেও তোমাদের WB MADHYAMIK RESULT 2022 এর ফলাফল জানতে পারবে । sms এর মাধ্যমে জানার জন্য তোমাদের sms এ টাইপ করতে হবে WB<space> 10 <space> Roll Number এবং তারপর পাঠাতে হবে 54242 or 56263 or 58888 এই নাম্বারে । আর রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের পাঠানো মোবাইল নম্বরে বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর এবং মোট প্রাপ্ত নম্বর চলে আসবে sms এর মাধ্যমে ।
WB Madhyamik Result Check Online
আর অনলাইনের মাধ্যমে তোমাদের wbbse madhyamik result 2022 ( মাধ্যমিক রেজাল্ট 2022) এর ফলাফল চেক করার জন্য ভিজিট করতে হবে নিম্নলিখিত ওয়েবসাইট গুলিতে । রেজাল্ট দেখার জন্য ক্লিক করুন নীচের লিঙ্ক গুলিতে ।
Check West Bengal Madhyamik Result 2022
অনলাইনে রেজাল্ট চেক করতে আপনাদের দিতে হবে roll no অথবা registration no এবং dob যেটি dd/mm/yyyy ফরম্যাটে । আর এই তথ্যগুলি ঠিকঠাকভাবে পূরণ করে সাবমিট করলেই চলে আসবে আপনাদের মাধ্যমিক পরীক্ষা 2022 এর ফলাফল । তাই নীচে দেওয়া লিঙ্কে click করে সঠিক ভাবে তোমাদের রোল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিবে আর তারপর সাবমিট করবে ।
Check Wb Madhyamik result 2022 by name Search
এছাড়াও তোমরা নাম দিয়েও সার্চ করতে পারো তোমাদের রেজাল্ট । নিচে দেওয়া লিঙ্ক গুলির মধ্যে @wbresults.nic.in এই সাইট থেকে তোমরা নাম ও dob দিয়ে দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট ।
1st link to check Wb Madhyamik result 2022 : @wbresults nic in Madhyamik result 2022
2nd link to Check WBBSE Madhyamik result 2022 :
3rd link to Check West Bengal Board Madhyamik Result 2022:
এইখানে নীচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে তোমরা নিজেদের admit card থেকে নির্ভুল তথ্য দিয়ে সার্চ করলেই দেখতে পেয়ে যাবে তোমাদের রেজাল্ট ।

WB Madhyamik Result 2022
আরো একটি গুরুতপুর্ন কথা রেজাল্ট পাবলিশ হবে ঠিক সকাল 10 টার সময় । অর্থাৎ তোমরা 10 টা থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2022 এর ফলাফল দেখতে পারবে ।
FAQ
1.Q What is WBBSE Madhyamik Result 2022 Date?
Ans: – Wbbse Madhyamik Result 2022 এর ফলাফল প্রকাশিত হবে চলতি মে মাসের শেষ সপ্তাহে ।
2.Q Where Can I Check WB 10th Result 2022?
Ans:- WB 10th Result 2022 চেক করতে পারবেন এই সাইট গুলি থেকে যেমন wbresults.nic.in or wbbse.org or exametc.com .
3.Q How to get West Bengal 10th Result 2022 by SMS?
Ans:- sms এর মাধ্যমে জানার জন্য তোমাদের sms এ টাইপ করতে হবে WB 10 Roll Number এবং তারপর পাঠাতে হবে 54242 or 56263 or 58888 এই নাম্বারে
4.Q When will WB Madhyamik results 2022 be declared for compartment exams?
Wb Madhyamik Result 2022 এর compartment এক্সাম এর ফলাফল wbbse বোর্ড মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত করবে ।
5.Q Where can I check the West Bengal Madhyamik Class 10 results?
Ans:- You can check your result by visiting the site – wbresults.nic.in
6. Q How to view WB Board Madhyamik/10th Exam Result 2022 via online?
Ans- রেজাল্ট চেক করার জন্য তোমাদের wbresults.nic.in এর পোর্টালে তোমাদের রোল নম্বর ও dob দিতে হবে আর সার্চ করলেই চলে আসবে তোমাদের রেজাল্ট।
7. Q What is the official website URL of WBBSE 10th Result 2022?
Ans :- WBBSE এর 2022 Madhyamik Result দেখার অফিসিয়াল সাইট টি হলো wbresults.nic.in .