Ancient History of India in Bengali

Ancient History of India in Bengali Pdf |আধুনিক ভারতের ইতিহাস

হ্যালো বন্ধুরা

আজকের আলোচ্য টপিক Ancient history of India in Bengali Pdf ।অর্থাৎ আজকে আমি Ancient History বা প্রাচীন ভারতের ইতিহাস সমন্ধে আলোচনা করব । আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লাগবে । এই পোস্ট টিতে Ancient History বা প্রাচীন ভারতের ইতিহাস এর কিছু প্রশ্ন- উত্তর আলোচনা করলাম , যেগুলো আপনাকে আনেক সাহায্য করবে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় যেমন – WBCS,SSC,CHSL,CGL,PSC, ANY RAILWAY EXAM

Advertisement
etc.

Ancient History of India in Bengali Pdf | ভারতের ইতিহাসের প্রাচীন যুগ

Harappan Civilisation|হরপ্পা সভ্যতা

১। হরপ্পার সামাজিক গঠন ছিল –

(ক) প্রভুত পরিমাণে সমানতাবাদী

(খ) ক্রীতদাস -শ্রমিক নির্ভর

(গ) বর্ণভিত্তিক

(ঘ) জাতভিত্তিক উঃ- (ক) প্রভুত পরিমাণে সমানতাবাদী

২। সিন্ধু সভ্যতার প্রয়োজনীয়তা বৈশিষ্ট ছিল –

(ক) প্রাকিতিক শক্তিগুলির পুজা

(খ) সুসংঘবদ্ধ নাগরিক জীবন

(গ) পশুচারণ ও কৃষিকাজ

(ঘ) জাতভিত্তিক সমাজ উঃ- (খ) সুসংঘবদ্ধ নাগরিক জীবন

৩। হরপ্পা সভ্যতার কালে কোন স্থান থেকে রথের ভাস্কর্য পাওয়া গিয়েছে –

(ক) লোথাল

(খ) বানাওয়ালি

(গ) দাইমাবাদ

(ঘ) কালিবাঙ্গান উঃ- (গ) দাইমাবাদ

৪। মাতৃ রূপে দেবীর আরাধনা সম্বন্ধিত হচ্ছে –

(ক) আর্য সভ্যতা

(খ) ভূমধ্যসাগরীয় সভ্যতা

(গ) সিন্ধু সভ্যতা

(ঘ) বৈদিক সভ্যতার দ্বিতীয় ভাগে উঃ- (গ) সিন্ধু সভ্যতা

৫। মহেঞ্জোদারোর সর্ববৃহৎ অট্টালিকাটি হল –

(ক) বৃহৎ স্নানাগার

(খ) একটি শস্যাগার

(গ) স্তম্ভযুক্ত বিশাল ঘর

(ঘ) একটি দ্বিতল গৃহ উঃ- (খ) একটি শস্যাগার

৬। সিন্ধু সভ্যতার কালে কোন শহরটি ছিল বন্দর নগরী ?

(ক) কালিবাঙ্গান

(খ) লোথাল

(গ) রোপার

(ঘ) মহেঞ্জোদারো উঃ- (খ) লোথাল

৭। বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেছিল যে শাসক বংশ –

(ক) চালুক্য

(খ) পল্লব

(গ) ভাকাটকাস

(ঘ) সতবাহন উঃ- (ক) চালুক্য

৮। বৈদিক যুগের মানুষের কাছে যে শস্যটি পরিচিত ছিল না –

(ক) বার্লি

(খ) গম

(গ) ধান

(ঘ) তামাক উঃ- (ক) বার্লি

৯। নিচে দেওয়া কোন উপাদান টি ব্যবহার করা হত হরপ্পা সভ্যতার কালে সিলমোহর তৈরি করতে ?

(ক) পোড়ামাটি

(খ) ব্রোঞ্জ

(গ) তামা

(ঘ) লোহা উঃ- (ক) পোড়ামাটি

১০। সিন্ধু সভ্যতার কালে যে লিপির ব্যবহার প্রচলিত ছিল –

(ক) খারোস্তি

(খ) ব্রাহ্মী

(গ) এখনও পড়া সম্ভব হয়নি

(ঘ) তামিল উঃ- (গ) এখনও পড়া সম্ভব হয়নি

১১। সিন্ধু সভ্যতার কালে অর্থনীতির ভিত্তি কি ছিল ? –

(ক) কৃষি

(খ) ব্যবসা

(গ) মৃৎশিল্প

(ঘ) কাঠের কাজ উঃ- (ক) কৃষি

১২। হরপ্পা সভ্যতার কোন স্থানে পোড়ামাটির লাঙল পাওয়া গিয়েছে ? –

(ক) ধোলা

(খ) বানাওয়ালি

(গ) হরপ্পা

(ঘ) লোথাল উঃ- (খ) বানাওয়ালি

১৩। বৈদিক যুগের মানুষেরা প্রথম কোণ ধাতুর ব্যবহার করেছিল ?

(ক) রূপো

(খ) সোনা

(গ) লোহা

(ঘ) তামা উঃ- (ঘ) তামা

১৪। ভারতীয় সঙ্গীতের উৎপত্তি খুঁজে পাওয়া যায় ……………..

(ক) ঋকবৈদিক সংহিতায়

(খ) যজু বৈদিক সংহিতায়

(গ) সাম বৈদিক সংহিতায়

(ঘ) অথর্ব বৈদিক সংহিতায় উঃ- (গ) সাম বৈদিক সংহিতায়

১৫। জাদুমন্ত্র রয়েছে কোন বেদে ? ……………………………….

(ক) ঋকবেদে

(খ) সাম বেদে

(গ) যজু বেদে

(ঘ) অথর্ব বেদে উঃ- (ঘ) অথর্ব বেদে

১৬। বৈদিক যুগে রাজারা মানুষের কাছ থেকে যে কর আদায় করতেন , তাকে বলা হত –

(ক) বালি

(খ) বিধাথা

(গ) ভরমন

(ঘ) কারা উঃ- (ক) বালি

১৭। আক্ষরিক অর্থে উপনিষদের অর্থ হল -…………………….

(ক) বিদ্যা

(খ) আত্ম জ্ঞান

(গ) কাছে বসা

(ঘ) আবৃত্তি উঃ- (গ) কাছে বসা

১৮। কোন নদীর কাছে ঋক বেদের কালে বেশিরভাগ সভ্যতা অবস্থিত ছিল ?

(ক) নর্মদা

(খ) সরস্বতী

(গ) গঙ্গা

(ঘ) গোদাবরী উঃ- (খ) সরস্বতী

১৯। নীচে দেওয়া কোনটি ভারতীয় প্রতীকে নেওয়া হয় নি মৌর্যদের থেকে ?

(ক) সত্য মেব জয়তে

(খ) ষাঁড়

(গ) ঘোড়া

(ঘ) চারটি সিংহ উঃ- (ক) সত্য মেব জয়তে

২০। উপনিষদ হচ্ছে -…………………………………………………

(ক) মহাকাব্য

(খ) গল্পের বই

(গ) হিন্দু দর্শনের উৎস

(ঘ) আইনের বই উঃ- (গ) হিন্দু দর্শনের উৎস

২১। ভগবান বুদ্ধ কোন স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ?

(ক) রাজগির

(খ) বোধ গয়া

(গ) সারনাথ

(ঘ) কুশিনগর উঃ- (ঘ) কুশিনগর

২২। বুদ্ধদের মতে গৌতম বুদ্ধ্বের পর তার অবতার হিসেবে কে আবির্ভূত হয়েছিলেন ?

(ক) আত্রেয়

(খ) মৈত্রেয়

(গ) নাগারজুন

(ঘ) কল্কি উঃ- (খ) মৈত্রেয়

২৩। মহাবীরের মা ছিলেন ………………………………………………

(ক) যশোদা

(খ) আনোজ্জা

(গ) ত্রিশলা

(ঘ) দেবানন্দি উঃ- (গ) ত্রিশলা

২৪। ধাতু দ্বারা তৈরি মুদ্রা প্রথম দেখা গিয়েছিল …………………..

(ক) হরপ্পা

(খ) বৈদিক যুগের শেষ ভাগে

(গ) বৌদ্ধ যুগে

ঘ) মৌর্য যুগে উঃ -(গ) বৌদ্ধ যুগে

২৫। জৈন সাহিত্য যে নামে পরিচিত …………………………….. .

(ক) ত্রিপিটিকা

(খ) মহাকাব্য

(গ) আর্যসুত্র

(ঘ) অঙ্গ উঃ- (ঘ) অঙ্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top