Categories: History

Ancient History of India in Bengali Pdf |আধুনিক ভারতের ইতিহাস

হ্যালো বন্ধুরা

আজকের আলোচ্য টপিক Ancient history of India in Bengali Pdf ।অর্থাৎ আজকে আমি Ancient History বা প্রাচীন ভারতের ইতিহাস সমন্ধে আলোচনা করব । আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লাগবে । এই পোস্ট টিতে Ancient History বা প্রাচীন ভারতের ইতিহাস এর কিছু প্রশ্ন- উত্তর আলোচনা করলাম , যেগুলো আপনাকে আনেক সাহায্য করবে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় যেমন – WBCS,SSC,CHSL,CGL,PSC, ANY RAILWAY EXAM etc.

Ancient History of India in Bengali Pdf | ভারতের ইতিহাসের প্রাচীন যুগ

Harappan Civilisation|হরপ্পা সভ্যতা

১। হরপ্পার সামাজিক গঠন ছিল –

(ক) প্রভুত পরিমাণে সমানতাবাদী

(খ) ক্রীতদাস -শ্রমিক নির্ভর

(গ) বর্ণভিত্তিক

(ঘ) জাতভিত্তিক উঃ- (ক) প্রভুত পরিমাণে সমানতাবাদী

২। সিন্ধু সভ্যতার প্রয়োজনীয়তা বৈশিষ্ট ছিল –

(ক) প্রাকিতিক শক্তিগুলির পুজা

(খ) সুসংঘবদ্ধ নাগরিক জীবন

(গ) পশুচারণ ও কৃষিকাজ

(ঘ) জাতভিত্তিক সমাজ উঃ- (খ) সুসংঘবদ্ধ নাগরিক জীবন

৩। হরপ্পা সভ্যতার কালে কোন স্থান থেকে রথের ভাস্কর্য পাওয়া গিয়েছে –

(ক) লোথাল

(খ) বানাওয়ালি

(গ) দাইমাবাদ

(ঘ) কালিবাঙ্গান উঃ- (গ) দাইমাবাদ

৪। মাতৃ রূপে দেবীর আরাধনা সম্বন্ধিত হচ্ছে –

(ক) আর্য সভ্যতা

(খ) ভূমধ্যসাগরীয় সভ্যতা

(গ) সিন্ধু সভ্যতা

(ঘ) বৈদিক সভ্যতার দ্বিতীয় ভাগে উঃ- (গ) সিন্ধু সভ্যতা

৫। মহেঞ্জোদারোর সর্ববৃহৎ অট্টালিকাটি হল –

(ক) বৃহৎ স্নানাগার

(খ) একটি শস্যাগার

(গ) স্তম্ভযুক্ত বিশাল ঘর

(ঘ) একটি দ্বিতল গৃহ উঃ- (খ) একটি শস্যাগার

৬। সিন্ধু সভ্যতার কালে কোন শহরটি ছিল বন্দর নগরী ?

(ক) কালিবাঙ্গান

(খ) লোথাল

(গ) রোপার

(ঘ) মহেঞ্জোদারো উঃ- (খ) লোথাল

৭। বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেছিল যে শাসক বংশ –

(ক) চালুক্য

(খ) পল্লব

(গ) ভাকাটকাস

(ঘ) সতবাহন উঃ- (ক) চালুক্য

৮। বৈদিক যুগের মানুষের কাছে যে শস্যটি পরিচিত ছিল না –

(ক) বার্লি

(খ) গম

(গ) ধান

(ঘ) তামাক উঃ- (ক) বার্লি

৯। নিচে দেওয়া কোন উপাদান টি ব্যবহার করা হত হরপ্পা সভ্যতার কালে সিলমোহর তৈরি করতে ?

(ক) পোড়ামাটি

(খ) ব্রোঞ্জ

(গ) তামা

(ঘ) লোহা উঃ- (ক) পোড়ামাটি

১০। সিন্ধু সভ্যতার কালে যে লিপির ব্যবহার প্রচলিত ছিল –

(ক) খারোস্তি

(খ) ব্রাহ্মী

(গ) এখনও পড়া সম্ভব হয়নি

(ঘ) তামিল উঃ- (গ) এখনও পড়া সম্ভব হয়নি

১১। সিন্ধু সভ্যতার কালে অর্থনীতির ভিত্তি কি ছিল ? –

(ক) কৃষি

(খ) ব্যবসা

(গ) মৃৎশিল্প

(ঘ) কাঠের কাজ উঃ- (ক) কৃষি

১২। হরপ্পা সভ্যতার কোন স্থানে পোড়ামাটির লাঙল পাওয়া গিয়েছে ? –

(ক) ধোলা

(খ) বানাওয়ালি

(গ) হরপ্পা

(ঘ) লোথাল উঃ- (খ) বানাওয়ালি

১৩। বৈদিক যুগের মানুষেরা প্রথম কোণ ধাতুর ব্যবহার করেছিল ?

(ক) রূপো

(খ) সোনা

(গ) লোহা

(ঘ) তামা উঃ- (ঘ) তামা

১৪। ভারতীয় সঙ্গীতের উৎপত্তি খুঁজে পাওয়া যায় ……………..

(ক) ঋকবৈদিক সংহিতায়

(খ) যজু বৈদিক সংহিতায়

(গ) সাম বৈদিক সংহিতায়

(ঘ) অথর্ব বৈদিক সংহিতায় উঃ- (গ) সাম বৈদিক সংহিতায়

১৫। জাদুমন্ত্র রয়েছে কোন বেদে ? ……………………………….

(ক) ঋকবেদে

(খ) সাম বেদে

(গ) যজু বেদে

(ঘ) অথর্ব বেদে উঃ- (ঘ) অথর্ব বেদে

১৬। বৈদিক যুগে রাজারা মানুষের কাছ থেকে যে কর আদায় করতেন , তাকে বলা হত –

(ক) বালি

(খ) বিধাথা

(গ) ভরমন

(ঘ) কারা উঃ- (ক) বালি

১৭। আক্ষরিক অর্থে উপনিষদের অর্থ হল -…………………….

(ক) বিদ্যা

(খ) আত্ম জ্ঞান

(গ) কাছে বসা

(ঘ) আবৃত্তি উঃ- (গ) কাছে বসা

১৮। কোন নদীর কাছে ঋক বেদের কালে বেশিরভাগ সভ্যতা অবস্থিত ছিল ?

(ক) নর্মদা

(খ) সরস্বতী

(গ) গঙ্গা

(ঘ) গোদাবরী উঃ- (খ) সরস্বতী

১৯। নীচে দেওয়া কোনটি ভারতীয় প্রতীকে নেওয়া হয় নি মৌর্যদের থেকে ?

(ক) সত্য মেব জয়তে

(খ) ষাঁড়

(গ) ঘোড়া

(ঘ) চারটি সিংহ উঃ- (ক) সত্য মেব জয়তে

২০। উপনিষদ হচ্ছে -…………………………………………………

(ক) মহাকাব্য

(খ) গল্পের বই

(গ) হিন্দু দর্শনের উৎস

(ঘ) আইনের বই উঃ- (গ) হিন্দু দর্শনের উৎস

২১। ভগবান বুদ্ধ কোন স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ?

(ক) রাজগির

(খ) বোধ গয়া

(গ) সারনাথ

(ঘ) কুশিনগর উঃ- (ঘ) কুশিনগর

২২। বুদ্ধদের মতে গৌতম বুদ্ধ্বের পর তার অবতার হিসেবে কে আবির্ভূত হয়েছিলেন ?

(ক) আত্রেয়

(খ) মৈত্রেয়

(গ) নাগারজুন

(ঘ) কল্কি উঃ- (খ) মৈত্রেয়

২৩। মহাবীরের মা ছিলেন ………………………………………………

(ক) যশোদা

(খ) আনোজ্জা

(গ) ত্রিশলা

(ঘ) দেবানন্দি উঃ- (গ) ত্রিশলা

২৪। ধাতু দ্বারা তৈরি মুদ্রা প্রথম দেখা গিয়েছিল …………………..

(ক) হরপ্পা

(খ) বৈদিক যুগের শেষ ভাগে

(গ) বৌদ্ধ যুগে

ঘ) মৌর্য যুগে উঃ -(গ) বৌদ্ধ যুগে

২৫। জৈন সাহিত্য যে নামে পরিচিত …………………………….. .

(ক) ত্রিপিটিকা

(খ) মহাকাব্য

(গ) আর্যসুত্র

(ঘ) অঙ্গ উঃ- (ঘ) অঙ্গ

Blogger Bishnu

Recent Posts

Railway RRC Group D Answer Key 2022 PDF Download

Railway Board has published the official Railway RRC Group D Answer Key 2022 PDF Download Notice in their regional RRB…

October 14, 2022

WB Primary TET Notification 2022| পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল

বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা। আজ তোমাদের " WB Primary TET Notification 2022" প্রকাশিত হল প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে।…

October 1, 2022

RRB Group D Cut Off 2022: Expected and Previous Year Cutoff

Hi, Friends how are you ? Today, I am going to share the RRB Group D Cut Off 2022: Expected…

September 3, 2022

RRB Group D 2022 পরীক্ষা

RRB Group D Exam Date :- RRB Group D 2022 পরীক্ষার তারিখ রেলওয়ে বোর্ড Group D ফেজ 1 পরীক্ষার তারিখ…

August 8, 2022

বাংলা গ্রামার।শব্দ ও বাক্য। উদ্দেশ্য ও বিধেয়।

বাংলা গ্রামার শব্দ ও বাক্য । এখানে আজ আমি বাংলা ব্যাকরণ এর শব্দ ও বাক্য অধ্যায়টি আলোচনা করলাম। শব্দ ও…

August 7, 2022

Current Affairs 2022 Pdf in Bengali

Today Currents Affairs in Bengali 2022 Read the latest Current affairs in Bengali 2022 Daily, Weekly and Monthly from here. Current affairs in…

July 29, 2022