bangla current affairs

Current Affairs In Bengali :

Current Affairs in Bengali PDF 2021 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ) is an essential part of all kinds of competitive jobs . In the exam of WBCS, WBP, RAILWAY,WBPSC, SSC, CGL, CHSL, various questions are asked from this topic Current Affairs In Bengali . We provide Bangla Current Affairs on Daily basis. Here you can download Bangla Current Affairs PDF .

Daily Current Affairs in Bengali : 25.06.2021

Advertisement

১. Oneplus কোম্পানি তার বিয়ারেবল বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করলো জাস্প্রিত বুমরাকে ( Jasprit Bumrah) ।

২. আসাম রাজ্য বিশ্বের প্রথম জেনেটিক্যালি মডিফায়েড রাবার গাছ লাগাল ।

৩. ভারতে যে অফিসিয়াল অলিম্পিক থিম সূচনা হল তার নাম ” লক্ষ্য তোমার সামনে আছে ” ( Your Goal is in infront of you ) ।

৪. রাজস্থানের বিষদায়ক রামগড় ওইয়াইল্ডলাইফ অভয়ারণ্যকে ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারন্যে পরিনত করার কথা ঘোষণা করলেন NTCA

৫. ওড়িশা রাজ্যে পিতৃমাতৃহীন শিশুদের পড়াশুনা ও স্বাস্থ্যের জন্য আশীর্বাদ ( Ashirwad ) নামে একটি নতুন স্কিম চালু হল ।

৬. গুজরাট রাজ্যে কৃষি বিবিধকরন যোজনা চালু হল ।

৭. ভারতে ” Yellow Gold 48 ” নামে তরমুজের নতুন প্রজাতি লঞ্চ হল ।

৮. Yunus Khan পাকিস্তান ক্রিকেট টিমের কোচের পদ থেকে অবসর নিলেন ।

৯. গত বছরের বিশ্বের সবচেয়ে দানি ব্যাক্তি হলেন জামসেদজি টাটা

১০. সম্প্রতি লঞ্চ হওয়া বই ” My Joys and Sorrows : As a mother of special child ” এর লেখক ডঃ কৃষ্ণা সাক্সেনা

Bengali Current Affairs : 26.06.2021

১. Delhi Sports University এর প্রথম উপাচার্জ হিসাবে নিযুক্ত হলেন কারনাম মাল্লেস্বরি

২. আন্তর্জাতিক নাবিক দিবস পালিত হল ২৫ শে জুন

৩. এশিয়ান মন্ত্রিসভার নবম এনার্জি গোলটেবিল বৈঠক হোস্ট করবে ভারত

৪. S & P গ্লোবাল রেটিং ২০২১ সালে ভারতের GDP 9.5% হওয়ার কথা অনুমান করেছেন ।

৫. DRDO ওড়িশার Balasore জেলায় সাবসোনিক ক্রুজ মিশাইল Nirbhay এর সফল পরিক্ষা সম্পন্ন করলেন ।

৬. Denmark দেশ আন্তর্জাতিক সৌর মৈত্রীবন্ধনের ফ্রেমওয়ার্ক চুক্তিপত্রে স্বাক্ষর করলেন ।

৭. SBI Bank “আরোগ্য হেলথ কেয়ার বিজনেস লোণ” চালু করলো ।

৮. চিন দেশ তিব্বতের Sichuan থেকে অরুণাচলপ্রদেশের Lhasa পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালানোর কথা ঘোষণা করলো ।

৯. সম্প্রতি McAfee Antivirus software এর প্রতিষ্ঠাতা John McAfee প্রয়াত হলেন ।

১০. প্রজাতান্ত্রিক দেশ জাম্বিয়ার নতুন ভারতীয় উচ্চ কমিশনার হিসাবে নিযুক্ত হলেন Ashor Kumar

File Details : Current Affairs in Bengali

Size : 92 KB

Location : Google Drive

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top