10 Important Current Affairs in Bengali for Preparation

10 Important Current Affairs in Bengali for Preparation (কারেন্ট অ্যাফেয়র্স)

Daily কারেন্ট অ্যাফেয়ার্স In Bengali :

বন্ধুরা , জেনারেল নলেজ Q এর কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে আপনাদের স্বাগতম। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারের ডব্লিউ বি সি এস, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ

Advertisement
, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউ পি এস সি, ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে বিভিন্ন বিভাগ, এসএসসির বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য।

Bangla Current Affairs (বাঙলা কারেন্ট অ্যাফেয়ার্স) 04/09/2020:

  • কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী Rajnath Singh এবং চিনা প্রতিরক্ষা মন্ত্রী Wei Fenghe ভারত চীন Broder লংঘন সংক্রান্ত বৈঠক করলেন ।
  • ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের 132 তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা ভারত জুড়ে পালিত হলো Teachers’ Day ।
  • US Law enforcement agent , antifa এজেন্টকে হত্যা করেছে ।
  • ইংলিশ শেখানোর জন্য ‘English pro’ নামে মোবাইল app লঞ্চ করলেন রমেশ পোখরিয়াল ।
  • D.J Bravo, SBOTOP স্পোর্টস বুক ব্রান্ডের প্রথম ক্রিকেট ambassador হিসেবে নিযুক্ত হলেন।
  • পরিবেশ সংরক্ষনের জন্য ‘I RAKHWALI ‘ নাম app লঞ্চ করলো পঞ্জাব সরকার।
  • ‘Bajaj Alianj Life’ এর ব্র্যান্ড ambassador হিসাবে নিযুক্ত হলেন আয়ুষমান খুরানা।
  • আমেরিকার ‘Wilmington’ কে দেশের প্রথম ‘World War II Heritage city’ হিসাবে ঘোষণা করলেন Donald Trump।
  • •G20 Foreign Ministers’ Extraordinary meeting – এ সভাপতিত্ব করলো সৌদি আরব ।
  • সম্প্রতি ‘ Pang Lhabsol ‘ নামে ঐতিহাসিক উত্সব পালন করলো সিকিম রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top